হঠাৎ ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত বাঁশখালী : কোটি টাকার ক্ষতি

0

বাঁশখালী প্রতিনিধি,সিটিনিউজ : বাঁশখালীর সাগর উপকূলীয় ইউনিয়ন গন্ডামারায় হঠাৎ এক মিনিটের ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে প্রবাহিত হওয়ায় এ ঝড়ো হাওয়া ভয়াবহ আকার ধারণ করে মিনিটের মধ্যেই গন্ডামারার সকাল বাজার, পশ্চিম বড়ঘোনাসহ অধিকাংশ এলাকার ঘরবাড়ি, দোকান পাটের চালা উপড়িয়ে ফেলে।

প্রবল বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়ে কাঁচা বাড়ি ঘর ও দোকানপাট লন্ডভন্ড হয়ে পড়ে।

সকাল বাজারের প্রায় ২৭টি ভেঙে গিয়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সকাল বাজারের ব্যবসায়ীরা।

অপরদিকে বাড়ি ঘর বিধ্বস্ত হয়ে প্রচন্ড বৃষ্টিতে খোলা আকাশের নিচে আছেন প্রায় ৩শ পরিবারের লোকজন।

এছাড়াও কয়েকদিনের টানা বর্ষনের ফলে ফসলি ক্ষেত, ঘর বাড়ি ও অধিকাংশ রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান এলাকাবাসীরা।

এ ব্যাপারে জানতে চাইলে গন্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ জানান,

সকাল সাড়ে ১০ টার দিকে প্রবল বেগে ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়ে পড়ে গন্ডামারা ইউনিয়নের অধিকাংশ এলাকা।

হঠাৎ এ ঝড়ো হাওয়াটি চমকে দিয়েছে পুরো এলাকাবাসীকে।

অধিকাংশ কাঁচা পাকা ঘর, দোকান পাট ভেঙে গিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে এ ঝড়ো হাওয়ার আঘাতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.