বোয়ালখালীতে ভারী বর্ষণ ও জোয়ারে ব্যাপক ক্ষতি

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ : চট্টগ্রামের বোয়ালখালীতে গত দুইদিন ধরে ভারী বর্ষণ ও কর্ণফুলী নদীর জোয়ারের ফলে উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদন্ডী, চরণদ্বীপ, খরণদ্বীপ, সারোয়াতলী, শাকপুরা ইউনিয়নের কর্ণফুলী নদী র্তীরবর্তী এলাকায় জনসাধারণ পানি বন্দী হয়ে পড়েছে।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

প্রবল জোয়ারের ধাক্কায় কালুরঘাট-ভান্ডালজুড়ি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া সোমবার সন্ধ্যায় গাছ পড়ে পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের আনুমিয়া সওদাগর বাড়ীর গাড়ি আনোয়ার আজীমের বসত ঘর ভেঙ্গে গেছে।

তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পোপাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন।

সরজমিনে চরণদ্বীপ এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে।

এছাড়া নৌকা দিয়ে এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ চলাচল করছেন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

চরণদ্বীপ ঘাটিয়াল পাড়ার বাসিন্দা মো. নজির আহমদ(৭৫) বলেন, গত তিনদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছি।

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, রাস্তাঘাট, ক্ষেতের ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে।

পানি আরো বাড়ার আশঙ্কায় মসজিদের মাইকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে এলাকাবাসীকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুুদুর রহমান বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়ন ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

তার মধ্যে চরণদ্বীপ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। যা জেলা কন্ট্রোল রুমে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন,

এ পর্যন্ত কারো বসত ঘরে পানি উঠার খবর পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.