চট্টগ্রামে বাংলাটিভির সুধী সমাবেশ

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  চট্টগ্রামে যাত্রা উপলক্ষে বাংলাটিভির সুধী সমাবেশ অনুষ্ঠিত । চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার(২৭জুলাই) বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাটিভির চট্টগ্রাম যাত্রা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মেয়র। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাটিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দন্তগীর নিশাদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাটিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিএমপি কমিশনার ইকবাল বাহার চৌধুরী, সাবেক মন্ত্রী ও দক্ষিণ বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, বাংলাটিভির পরিচালক আমিন হেলালী, মীর নূর উস শামস, ড.দিনাজ সোহানী।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাটিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল। সমাবশে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাটিভির ব্যুরো চীফ চৌধুরী লোকমান। সভায় বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি মনজুর কাদের, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, সাবেক এমপি হাসিনা জাফর, মো. শরাফত আলী, আবদুল মান্নান রানা, ইন্টারন্যাশানাল মিডিয়ার মুনীর চৌধুরী।

সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বাংলাটিভি পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান। সুধী সমাবেশে মেয়র বলেন, ‘বাংলাদেশের রাণী হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম সারা বিশ্বে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র, নদী, পাহাড়, সমতলের সমন্বয়ে গঠিত। এ ধরণের নগরী বিশ্বে খুবই কম।

তবে বিভিন্ন কারণে চট্টগ্রাম আজ পিছিয়ে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানে তিনি খুবই আন্তরিক। ইতিমধ্যে চট্টগ্রামে অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।’ বাংলাটিভি ইউরোপ জয় করার মতো বাংলাদেশও জয় করবে বলে আশা পোষণ করেন মেয়র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.