শিশুর মানসিক বিকাশে বাবা-মা’র ভূমিকা

0

লাইফস্টাইল: শিশুর মানসিক বিকাশে বাবা-মা’র ভূমিকা অপরিসীম। জন্মের পর শিশুকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

নির্দিষ্ট নিয়ম মেনে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তবে কিছু নিয়ম মেনে চললে আপনার সন্তান পাবে সুস্থ সুন্দর পরিবেশ যা তার মানসিক বিকাশ সাধনে সহায়তা করবে। 

সন্তানের সঙ্গে সময় কাটান:

সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক যেন হয় বিশ্বাস আর ভালোবাসার। তার সঙ্গে খেলুন, আত্মীয়ের বাসায় বেড়াতে নিয়ে যান, দূরে কোথাও ঘুরে আসুন।

নৈতিকতা শিক্ষা দিন:

সন্তানকে সততার শিক্ষা দিন, দায়িত্ব সম্পর্কে বোঝান, বড়দের সম্মান করতে শেখান। এসব শিক্ষার মাধ্যমে তার জীবনের মজবুত ভিত্তি তৈরি হবে।

সামাজিকতার শিক্ষা দিন:

অন্যদের সঙ্গে কীভাবে মিশতে হয় তা শেখান। শিশুরা খেলার সময় কোন সমস্যায় পড়লে তা তাদের সমাধান করতে দিন। অন্যের মতের প্রতি কীভাবে সম্মান দেখাতে হয় তা শিক্ষা দিন।

সময়ানুবর্তীতা:

সন্তানকে খাওয়া, ঘুম, খেলার সময় নির্দিষ্ট করে দিন। এতে সে সময়ানুবর্তীতা শিখবে।

প্রশংসা করুন:

যে কোন ভালো কাজের জন্যে তার প্রশংসা করুন, তা যতই ছোট হোক। খারাপ কাজের জন্যে কখনো বকা দেবেন না, বুঝিয়ে বলুন কাজটি কীভাবে করা উচিৎ ছিল।

বই পড়ার অভ্যাস গড়ুন:

সন্তানের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাকে নতুন নতুন বই উপহার দিন। একটা বই পড়া শেষ হলে তার কাছে বইটি সম্পর্কে জানতে চান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.