জাপানের দিকে ধেয়ে আসছে‘ নোরু’

0
আন্তর্জাতিক ডেস্ক::জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নোরু। রবিবার সকালে দেশটির কিউশু দ্বীপে ঝড়টি আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। ঝড়ের প্রভাবে এখন থেকেই সেখানে শক্তিশালী বাতাস বইছে ও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। জাপানে এটি চলতি বছরের পঞ্চম ঝড়।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, টাইফুনটি স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে ইয়াকুশিমা দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। কিউশুর দক্ষিণে কাগোশিমা অঞ্চলের আমামি দ্বীপে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে। শনিবার সকালে দ্বীপটির কোনো কোনো অংশে এক ঘণ্টায় ১৩০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থা কাগোশিমার ৫ হাজার বাড়িঘরের প্রায় ৯ হাজার বাসিন্দাকে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছে।
কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, প্রায় ১১ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে। টাইফুনের কারণে শনিবার সকালে আমামি ওশিমা দ্বীপের পূর্ব নির্ধারিত ৮৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিনহুয়া।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.