দ্বিতীয় সপ্তাহেই ৪০০ কোটির স্পর্শ করবে ‘বাজরাঙ্গি ভাইজান’

0

সিটিনিউজবিডি :   এখন বিশ্বব্যাপী ৪০০ কোটি আয়ের পথে এগুচ্ছে সালমান খানের সিনেমা বাজরাঙ্গি ভাইজান। কেবল ভারতেই ২৬৬ কোটি রুপি আয় করে নেয়। ১৭ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে কাবির খান পরিচালিত সিনেমাটি।

পাশের দেশ পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে, শুক্রবার (২৪ জুলাই): ১২ কোটি ৮০ লাখ, শনিবার (২৫ জুলাই): ১৯ কোটি ২৫ লাখ, রোববার (২৬ জুলাই): ২৪ কোটি ৫ লাখ, সোমবার (২৭ জুলাই): ৯ কোটি ৩০ লাখ, মঙ্গলবার (২৮ জুলাই): ৯ কোটি ১০ লাখ, বুধবার (২৯ জুলাই): ৭ কোটি ১০ লাখ।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করে সিনেমাটির আয়ের এ হিসাবের কথা জানান। ভারতের বাইরে সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১২৮ কোটি রুপি। ফলে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৯৪ কোটি রুপি।

কাজেই ধরে নেয়া যায়, দ্বিতীয় সপ্তাহেই ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি। তারান আদার্শ আরো টুইট করেন, সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে সালমানের বাজরাঙ্গি ভাইজান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.