দক্ষিণ চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেবে সিএমসিসিআই

0

চট্টগ্রাম অফিস  :  দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রি ও চিকিৎসা সেবা দিবে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামী ৫ থেকে ৭ আগস্ট তিনদিন ব্যাপি এসব সামগ্রি দেওয়া হবে।

সোমবার বিকেলে সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রি হিসেবে চাল ও নগদ টাকা দেওয়া হবে।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সহসভাপতি আলী হোসেন আকবর আলী, এএম মাহবুব চৌধুরী, পরিচালক মো.আমিনুজ্জামান ভূঁইয়া, মো.আব্দুল আউয়াল, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আবদুচ ছালাম, ড.মহসিন জিল্লুর করিম, অধ্যাপক আহছানুল আলম পারভেজ, মো.এনামুল হক, এমএ মালেক, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ মহসিন, লোকমান হাকিম, সৈয়দ মোহাম্মদ আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.