আনোয়ারায় জায়গা দখলের সময় আটক ১৮

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় জায়গা জবরদখলের সময় বহিরাগত সন্ত্রাসীদের ধাওয়া করে ১৮ জনকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বেনাপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত ১৩টি মোটর সাইকেল জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়,একটি দোকানঘরের জায়গা নিয়ে উপজেলার পশ্চিম ঝিওরী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোজাফফর আহমদের সঙ্গে একই উপজেলার পশ্চিম শোলকাটা গ্রামের মৃত দুধু মিয়ার মেয়ে রেহানা আকতারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে উভয়ে আদালতে পাল্টাপাল্টি মামলাও দায়ের করেছে। এরই জের ধরে বুধবার সকালে রেহানা আকতার ৩০/৩৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দোকানঘর দখল করতে গেলে স্থানীয়রা তাদের মধ্যে ১৮ জনকে আটক করে পুলিশে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটককৃতরা হলেন,জাশেদ (২৫),মারুফ (২৭),কায়সার (১৯),কাদের (২৮),ওসমান (২৮),জহির (১৮),সোহেল (২৮),ফরহাদ (২১),টিপু (১৮),হাকিম (২১),টিপু (২৬),বেলাল (২৬),দেলোয়ার (২৬),সাইফুল (২৫),শফিউল (২৮),আরিফ (২৬),দিপু (২৫) ও আরিফ (২৪)।এদের প্রত্যেকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নে বলে জানা গেছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার এএসআই পলাশ মজুমদার জানান,সরকারি আদেশ ভঙ্গ করার দায়ে ১৫১ ধারায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.