পরিবারের মুখে আহার তুলে দিতে চান আবুল বাশার

0

নিজস্ব প্রতিবেদক :: গত ৭ মাস আগেও তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। স্ত্রী, একমাত্র সন্তান ও পরিবারের লোকজনের মুখে আহার তুলে দিয়েছেন।

এখন চলে না তার গাড়ি, চলে না তার শরীর। তাই পরিবারের লোকজনের মুখে ঠিকমত আহার জুটছেনা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে শুধু গুণছে মৃত্যুর প্রহর।

অটোরিকশা চালক আবুল বাশারের দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়ার পর তার জীবনে নেমে এসেছে এক আমবশ্যর রাত।

তিনি পরিবারের ভরণপোষণ, বাসা ভাড়া, তার চিকিৎসার কথা ভেবে চোখে অন্ধকার দেখছেন।

চিকিৎসকরা জানিয়েছেন কিডনী প্রতিস্থাপন করতে প্রচুর টাকার প্রয়োজন। অত টাকা তার নেই।

তাই চট্টগ্রাম নগরের বাদুরতলা বড়গ্যারেজ এলাকার তৈয়ব কলোনীতে বসবাসরত আবুল বাশার সমাজের বিত্তবান ও সবশ্রেণীর মানুষকে তার চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি ভোলা চরফ্যাশন থানার দুলারহাট ১নং ওয়ার্ডের আবদুল মালেকের পুত্র।

সাহায্য পাঠানো যাবে বিকাশ নম্বর-০১৯০৩-৯৬০৫৫৩ অথবা সঞ্চয়ী হিসাব নং-৮৬১৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ও আর নিজাম রোড শাখা,চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.