ঈদ টক শো’তে প্রাপ্ত সম্মানী বন্যার্তদের পাঠাবো -শাকিব খান

0

বিনোদন ডেস্ক, সিটিনিউজ  :: এবারের কুরবানিতে এশিয়ান টিভির বিশেষ ঈদ আয়োজনে থাকছে শাকিব খানের এক্সক্লুসিভ ইন্টারভিউ ‘ঈদ উইথ মুভি স্টার’।

উপস্থাপক নওশীনের সঞ্চালনায় শাকিব খানের সাথে কথোপকথনে তার নিজের ক্যারিয়ারের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুসহ ভালো লাগা, মন্দলাগা উঠে এসেছে।

শাকিব বলেন, ‘অনুষ্ঠানটি খুবই এনজয় করেছি। ঈদের আগে খুব বেশি চ্যানেলে আমি ইন্টারভিউ দিইনি। এছাড়া এবারের ঈদের টক শো এর সম্মানী নিয়েও আমি একটি প্ল্যান করেছি।

তা হলো ঈদে যে কটি টক শো’তে আমি সম্মানী হিসেবে যা-ই পেয়েছি তার সাথে আমার একটি বড় কন্ট্রিবিউশন যোগ করে বন্যার্তদের সাহায্যার্থে পাঠাচ্ছি।

আমার তাই ঈদ শো করার সময়ও মনে হয়েছে একটি নৈতিক দায়িত্ব পালন করছি।’

বন্যার্তদের সাহায্যার্থে এই মহৎ উদ্যোগে দেশের জনপ্রিয় এই নায়ক তার ঈদ শোতে নিজের ভক্তদের কথা বলতে গিয়ে বললেন,

‘দেখুন দেশের অনেক এলাকার মানুষেরা তো আমার ছবিটাও দেখতে পারবে না। তারা হয়তো নিজের জীবন নিয়েও সংকটে। সেক্ষেত্রে এটা আমার গুরুদায়িত্ব বলে আমি মনে করি।’

এশিয়ান টিভির ‘ঈদ উইথ মুভি স্টার’ এ একটি গানও গেয়ে শোনাবেন শাকিব। খালি গলায় নিজের ছবির গান গাইলেন এই প্রথম।

উল্লেখ্য, এবারের ঈদ আয়োজনে এশিয়ান টিভিতে শাকিব অভিনীত সর্বাধিক ১৪টি ছবি প্রচার করা হচ্ছে। তা দেখার জন্যও দর্শকদের অনুরোধ জানালেন এই অভিনেতা।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুদীপ্ত সরকার। এটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচার হবে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.