শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম

0

সিটিনিউজবিডি :  বিশ্বফুটবল প্রেমীদের আবারো টানটান উত্তেজনা। শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট আসর। আজ (শনিবার, ৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের আসর।

উদ্বোধনী দিনে মাঠে গড়াবে ৬টি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সর্বোচ্চ ২০ বার শিরোপা জয়ী ম্যানইউ। এছাড়া প্রথম দিন মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। হোসে মরিনহোর দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে সোয়ানসি সিটি। আরও মাঠে নামবে এভারটন, লিয়েস্টার সিটি, অ্যাস্টনভিয়া, ক্রিস্টাল প্যালেস, সান্দারল্যান্ড।

নতুন মৌসুমে আগের ১৭ ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি ক্লাব। ক্লাবগুলোর মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের অংশ নেবে বোর্নমাউথ। ২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ারে অংশ নিলেও আবারো এ মৌসুমে খেলবে ওয়াটফোর্ড। আর রয়েছে নরউইচ সিটি।

নতুন মৌসুমের (২০১৫-১৬ মৌসুম) সময়সূচি বেধে দেওয়া হয়েছে পরের বছরের ১৫ মে পর্যন্ত। প্রায় নয় মাস অপেক্ষা করতে হবে এ মৌসুমের নতুন চ্যাম্পিয়ন কে হচ্ছে, তা দেখার জন্য।

বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় ম্যানইউ লড়বে টটেনহামের বিপক্ষে। রাত সাড়ে দশটায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসি নামবে সোয়ানসি সিটির বিপক্ষে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.