জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড

0

সিটিনিউজবিডি : স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৩৮ রানে হারিয়েছে কিউইরা।

প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছিল নিউজিল্যান্ড। ফলে ১-১ সমতা নিয়ে শুক্রবার মুখোমুখি হয়েছিল দল দু’টি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন গ্রায়েম ক্রেমার।

জয়ের জন্য ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৭ রান পেয়েছে জিম্বাবুয়ে। তবে বাকিদের ব্যাটিং ব্যর্থতায় গন্তব্যে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। যদিও মিডলঅর্ডারে ব্যাটিং করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সিন উইলিয়ামস।

শেষ অব্দি ৪৭.৪ ওভারে ২৩৫ রান তুলে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন মিশেল ম্যাকক্লেনাঘান।
ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.