নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

0

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির বলেছেন, নারীদের বাদ দিয়ে দেশে উন্নয়ন করা কোনভাবে সম্ভব নয়। এ দেশের বেশিরভাগ পোষাক শিল্প প্রতিষ্ঠানে রয়েছে নারী শ্রমিক। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত ও দারিদ্রতা কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। যার সুফল ইতোমধ্যে গ্রামাঞ্চলের অসহায় ও দুঃস্থ মহিলারা পেয়েছেন। বঙ্গমাতা ফজিলতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে কাজ চলছে। কিন্তু পটিয়াতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করার কারণে ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে এখানকার অসহায় নারীরা নানা সুবিধা থেকে বঞ্চিত।

গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুর নাহার করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাশেদ মনোয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, পৌরসভা আ’লীগ নেতা মামুনুর রশিদ তরফদার, উপজেলা আ’লীগ নেতা জয়নাল আবেদীন, আশিষ তালুকদার, সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন চৌধুরী, শওকত হাসান লিটন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, দিদারুল হক জসিম, উপজেলা মহিলা আ’লীগ নেত্রী হাসিনা আকতার, প্রতিমা চৌধুরী, পূর্ণিমা দে, সুক্রিতি বয়া, ছকিনা বেগম, রোকেয়া বেগম, মোরশেদ আলম চৌধুরী, সরওয়ার উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, ওসমান গণি, পেয়ার মোহাম্মদ পেয়ারু, আশরাফ মাস্টার, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ জাবেদ সরওয়ার, এরশাদুল আলম, আবু ছৈয়দ, মোঃ মহসিন, মোঃ সেলিম, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ বিন ফয়সাল, নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন, হাফেজ মহসিন, ইরফান মহসিন, সরওয়ার ইকবাল, অভিষেক চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজিএমইএ নেতা নাসির উদ্দিন উপজেলা ও পৌরসভার ১৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এলাকার নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষনের ব্যবস্থাও করবেন বলে ঘোষনা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.