রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি, ফের ভূমিধসের আশঙ্কা

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি,সিটিনিউজ :: রাঙামাটি জেলায় গত চার দিন ধরে আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয়রা।

শুক্রবার মধ্যরাত থেকে রাঙামাটিতে বৃষ্টি শুরু হয়, যা সোমবার সারাদিন থেমে থেমে ঝড়তে থাকে। এদিকে বৃষ্টির কারণে পাহাড়ী ঢল নেমে আসছে নিন্ম অঞ্চলের দিকে, যার ফলে আবারো পাহাড় ধস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রাঙামাটি শহরের রুপনগর এলাকা বাসিন্ধা জসিম উদ্দিন বলেন, গত জুন মাসে এমন করে থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে রাঙামাটিতে পাহাড় ধস সংগঠিত হয়।

এতে করে আমার এলাকায় বহু লোক মারা যায় এবং আমার নিজের বাড়ি সহ শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে আগের বারের মত বৃষ্টি দেখে আবারো ভয় লাগছে। মনে হচ্ছে আবারো যেনো পাহাড় ভেঙ্গে পরবে।

একই এলাকার সুমি আক্তার বলেন, আগের বারের মত আবারো পাহাড় ভেঙ্গে পরার ভয়ে রাতে ঘুম আসেনা। গতবার তো উদ্ধারকর্মীরা আমাকে মাটি চাপা থেকে উদ্ধার করেছিলো। কিন্তু এবার আরো বেশি ভয় লাগছে।

শিমুলতলী এলাকার শতবছরের বৃদ্ধ রমজান আলী বলেন, আমার জন্মের পরে রাঙামাটিতে এমন পাহাড় ধস আগে দেখি নাই।

তবার বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ের মাটি ধসে গেছে, সেই বারের মত গত কয়েকদিন ধরে আবারো বৃষ্টি হচ্ছে। আল্লাহ রহমতে গতবার বেঁচে গেছি, তবে এইবার ভয় লাগছে।

প্রসঙ্গত, রাঙামাটিতে গত ১৩ জুন ভয়াবহ পাহাড় ধস সংগঠিত হয়। এতে চার জন সেনাবাহিনীর কর্মকর্তা সহ ১২০ জন নিহত হয়, আহত হয় শতাধিক।

পাহাড় ধসের ফলে হাজারো ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্থরা দীর্ঘ দিন আশ্রয় কেন্দ্রে অবস্থান করার পরে গত ৭ সেপ্টেম্বর প্রশাসনের সহযোগিতায় আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ নীড়ে ফিরে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.