রোহিঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

0

শাহাজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার,সিটিনিউজ : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে জেলা প্রশাসকের এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড, কামাল আবদুল নাসের চৌধুরী।

এ সময় পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহিদুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোহাম্মদ শাহ কামালসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন উখিয়া কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস নির্মাণ, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের অগ্রগতি, খাদ্য সরবরাহ ও ত্রাণ বিতরণ সহ সার্বিক বিষয়ে তুলে ধরেন।

এ সময় মুখ্যসচিব সচিব ড, কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারী কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.