রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘের ভূমিকা জোরালো করতে হবে- গণতান্ত্রিক যুবদল

0

সিটিনিউজ ডেস্ক :  গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় এলডিপি’র সহ-সভাপতি, উত্তর জেলার সভাপতি ও সাবেক এম.পি নুরুল আলম তালুকদার।

সংগঠনের সদস্য সচিব বি.এম. ছায়েদুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি, সাবেক পিপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলার সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, নগর এলডিপি’র সহ-সভাপতি সুফি আবুল হোসেন আবু, দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, নগর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ।

অনুষ্ঠানে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নুরুল আলম তালুকদার বলেন, অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন ও হত্যা বন্ধে জাতিসংঘের ভূমিকা জোরালো করতে হবে। একই সাথে রাখাইনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গাদের ফেরৎ নেওয়ার জন্য মায়ানমার সরকারের প্রতি দাবী জানান।

এতে আরো বক্তব্য রাখেন নগর যুবদলের আহ্বায়ক আবুল কাশেম, মো: মোজাম্মেল, মো: করিম, চকবাজার থানার আহ্বায়ক নুরুল আমিন, বন্দর থানার আহ্বায়ক নুরুল আবছার, পাঁচলাইশ থানার আহ্বায়ক আবু তৈয়ব, পতেঙ্গা থানার আহ্বায়ক ফরহাদ রানা, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমরান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মনজুর মোহাম্মদ, যুবনেতা ইমাম হোসেন খোকন, মো: বোরহান, মো: হালিম, মো: সেলিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.