করদাতার পরিমাণ আরো বাড়াতে হবে: চেম্বার সভাপতি

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, সাধারন জনগণ ও সরকারী আমলাদের মধ্যে পূর্বে যে দুরুত্ব ছিল বর্তমানে তা নেই। সরকারি কর্মকর্তারা সর্বদা সেবার মনোভাব নিয়ে কাজ করছে।

চেম্বার সভাপতি আজ কর অঞ্চল-৩ কর্তৃক আয়োজিত খাতুনগঞ্জে “আয়কর ক্যাম্প” উদ্বোধন কালে একথা বলেন।

কর কমিশনার মো. মোতাহের হোসেন এর সভাপতিত্বে চেম্বার সভাপতি আরো বলেন, বর্তমানে ১৫ লক্ষ লোক আয়কর দিচ্ছে। করদাতার পরিমান আরো বাড়াতে হবে। এজন্য কর অঞ্চলের কর্মকর্তারা করদাতাদের হাতের নাগালে সেবা পৌঁছে দেয়ার জন্য এ আয়োজন করেছে।

উন্নত বিশ্বের মত বাংলাদেশী কর দাতারাও সম্মানিত এবং গর্বিত । কর দাতাদের দেয়া অর্থ দ্বারাই দেশ উন্নত হচ্ছে।
কোন ধরনের জামেলা ছাড়াই করদাতারা করপ্রদানের সুযোগ পাবে এ আয়োজনের মাধ্যমে । এতে কর প্রদানের জন্য কর দাতারা উৎসাহিত হবে বলে মন্তব্য করেন কর কমিশনার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.