ফেসবুক স্ট্যাটাসে ব্যক্তিত্ব বোঝা!

0

সিটিনিউজবিডি ::  এক গবেষণা বলছে, ফেসবুকের দুটি অপশন যথাক্রমে ‘hide post’ ও ‘unfollow’ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অত্যাধিক সেলফি তুলে পোস্ট করেন, কোনও একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ঘনঘন ও একঘেয়ে পোস্ট করে ব্যক্তিগত ক্ষোভ উগরে দেন।

এবার আসা যাক এই প্রতিবেদনের সবথেকে চাঞ্চল্যকর অংশে। কারও ফেসবুক স্ট্যাটাস দেখে কী করে বুঝবে মানুষটি কেমন? দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, মুখচোরা মানুষেরা ফেসবুকে বেশি পোস্ট করেন। যারা মুখ ফুটে নিজের সম্পর্কে বিশেষ বলতে পারেন না, তারাই দৈনিক কী করছেন, কোথায় যাচ্ছেন তা নিয়ে বিশদে পোস্ট করেন।

প্রতিবেদনে দাবি, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা আবার সমসাময়িক সমাজ, রাজনীতি ও জ্ঞানগর্ভ পোস্ট বেশি করেন। যারা সৎ ও ন্যায়বান পুরুষ, তারা নিজেদের সন্তানসংক্রান্ত পোস্ট বেশি করেন। যে ব্যক্তি নার্সিসিস্ট বা আত্মমগ্ন তিনি নিজের সম্পর্কে এমনকি নিজের ডায়েট চার্টও পোস্ট করতে ভালোবাসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.