ভারতের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত

0

সিটিনিউজবিডি ::  ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। আজ সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যনাথ মন্দিরে ভক্তদের ভিড়ের চাপে এ হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, প্রতিবছর শ্রাবণ মাসে ভক্তরা বৈদ্যনাথ মন্দিরে জড়ো হয়ে শিবের মাথায় গঙ্গাজল ঢেলে আচার পালন করেন। আজ ভোরে মন্দিরের বাইরে হাজার হাজার মানুষের লাইনের মধ্যে আগে যাওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে পদপিষ্ট হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে প্রতিবছরই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়। ২০০৭ সালে দেওঘরের ওই মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.