উখিয়ার শরনার্থী  শিবিরে যুবলীগের ত্রাণ বিতরণ

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার)::বাংলাদেশ অাওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চেীধুরী বলেছেন,রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন গঙ্গার পানি চুক্তি  করেছেন,সহিসংসতা ছাড়া পার্বত্য শান্তিচুক্তি  করেছেন, ছিটমহল সমস্যার সমাধান করতে পারেন। মিয়ানমারের নিযার্তিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতাবাদী নেত্রী শেখ হাসিনা।

যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের রোহিঙ্গাদের সাবির্ক বিষয় খোঁজ খবর  নিতে পরামর্শ দেন। মঙ্গলবার দুপুরে উখিয়া কলেজ মাঠে  সাংবাদিকদের  একথা বলেন। পরে কক্সবাজার -টেকনাফ সড়কের  বালুখালী টিভি রিলে কেন্দ্রের সামনে রোহিঙ্গাদের মাঝে দশ হাজার প্যাকেট বিতরন করেন।

এসময় উপস্হিত ছিলেন,সাধারন সম্পাদক হারুনুর রশীদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখর,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত মো ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল অালম বদি, ককসবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ অালম,সাধারন সম্পাদক ও মেয়র মাহাবুর রহমান চেীধুরী, কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল হক সোহেল, সোহেল অাহমদ বাহাদুর,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অালী অাহমদ, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক অাজাদ, সাধারন ইমাম হোসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.