কারবালার শিক্ষাকে সর্বক্ষেত্রে প্রতিফলন ঘটাতে হবে

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ইদ্রিস মিয়া বলেছেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, এখানে কোন ধরণের জঙ্গিবাদ ও সহিংসতার স্থান নেই। তিনি প্রকৃত মুসলমান হতে হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, সেদিন ইয়াজিদের অন্যায় অসত্য প্রস্তাবকে ঘৃণ্য ভরে প্রত্যাখান করে নিজের জীবন কোরবানী দিয়েও অসত্যের কাছে মাথা নত করেননি ইমাম হোসাইন (র.)।

তাই আদর্শিক মানুষ হতে হলে কারবালার শিক্ষাকে সর্বক্ষেত্রে প্রতিফলন ঘটাতে হবে। তিনি আরো বলেন, মিয়ানমারে মুসলিম সম্প্রদায়ের উপর সহিংসতা জাতির বিবেককে নাড়া দিয়েছে। তিনি আগামী দিনে জাতীয় নির্বাচনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কর্তৃক তাকে দলীয় মনোনয়ন প্রদান করলে বিজয়ী হয়ে পটিয়াকে একটি আধুনিক ও মডেল টাউনে রূপান্তরের চেষ্ঠা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গত শনিবার সন্ধ্যায় পটিয়ার ছনহরা হযাত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী সভাপতিত্বে এতে প্রধান ওয়াজিন ছিলেন ষ্টেশন জামে মজসিদের খতিব আলহাজ¦ মাওলানা মামুনুর রশিদ নুরী (মা:জি:আ), আলহাজ¦ মাওলানা মো: ইদ্রিস, আলহাজ্ব মো: শরিফ উল্লাহ আশেকী, আলহাজ¦ মাওলানা মো: ইউছুফ জিলানী, আলহাজ¦ নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম সিকদার, আবদুর রশিদ সিকদার, মো: জাহাঙ্গীর সওদাগর, ছনহরা ইউপি চেয়ারম্যান এড. আবদুর রশিদ দৌলতী, ভাটিখাইন ইউপির সাবেক চেয়ারম্যান জাফর আহমদ, হাইদগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, উপজেলা বিএনপি নেতা মো: জাফর ফারুকী, জাগির আহমদ মেম্বার, মাহবুল আলম আলমদার, শওকত হোসেন, নুর মো: মেম্বার, জাহেদুল হক মেম্বার, যুবদল নেতা আবদুল করিম মেম্বার, মামুন সিকদার, সোহলে সিকদার, জাফর, এনাম, ছাত্রদল নেতা আইয়ুব নবী, আবদুস সোবহান, এমএ রুবেল, আলী আকবর সিকদার, মাও: ফখরুল আলম, মাও: নুরুল আবছার, মাও: আবদুল মাবুদ, ক্বারী আছহাব নুর, হাজী ইসহাক, হাফেজ মহিউদ্দিন, মাও: হেলাল উদ্দিন, এইচ.এম ইউনুচ, আবদুল করিম, বাহাদুর মিয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.