অস্ট্রেলিয়ার নতুন পরিকল্পনা

0

সিটিনিউজবিডি ::  একের পর এক অবসরের ঘোষণা দেয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেট পড়েছে নানান ভাবনায়। অ্যাশেজে সিরিজ হারের পর এখন তাদের ভাবনায় বাংলাদেশ সফর। অজিদের ধারাবাহিক ব্যর্থতার কারণ খুঁজে বের করতেও বেশ জোরেশোরেই নেমে পড়েছে দেশটির ফেডারেশন।

দেশের মাটিতে সফলতা ছাড়া গত দুই বছর তেমন সফলতা না দেখার কারণ খুঁজে দেখবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সবচেয়ে প্রাধান্য দেয়া হবে ট্রেন্টব্রিজ টেস্টে ব্যাটিং বিধ্বস্ত অজিদের।

এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সান্ডারল্যান্ড বলেন,”সবগুলো সিরিজই আমাদের পর্যালোচনায় আসবে। আমরা জানি দেশের বাইরে খেলাটা একটু কঠিন। কিন্তু আমাদের পারফরম্যান্স উন্নতি করতে চাই। এবং আমাদের দেশের মত বাইরেও ভালো করতে চাই।”

অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন অজিদের বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই বাংলাদেশ সফরে তাদের নেতৃত্বে থাকছেন স্টিভেন স্মিথ। ক্লার্কের পাশাপাশি অবসরে যেতে পারেন ওপেনার ক্রিস রজার্স। ক্যারিয়ারের ইতি টানতে পারেন ব্র্যাড হ্যাডিনও।

অন্যদিকে বাজে ফর্মের কারণে দলে নিয়মিত না শেন ওয়াটসন, তবে বাংলাদেশ সিরিজের বরাবরের সফলতার জন্য হয়ত দলে জায়গা হতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। তারা ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্টে লড়বে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে মুশফিকুর রহিমের দায়িত্বে পুর্ণ শক্তির বাংলাদেশের বিপক্ষেই লড়তে হবে  স্মিথের ক্যাঙ্গারু বাহিনীর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.