সিরিয়ায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

0

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকারপন্থি বাহিনী ও বিদ্রোহীরা তিনটি শহরে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে।

বিদ্রোহীনিয়ন্ত্রিত জাবাদানি এবং সরকারপন্থি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ফুয়া ও কাফ্রায়া শহরে বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে এটি পরোক্ষ যুদ্ধবিরতির চুক্তি। কারণ, সিরিয়া সরকারের পক্ষে তাদের সহযোগী লেবাননের হিজবুল্লাহ এবং বিদ্রোহীদের পক্ষে আল-নুসরা ফ্রন্ট চুক্তিতে স্বাক্ষর করেছে।

সিরিয়ায় স্থানীয়ভাবে এ রকম যুদ্ধবিরতি হওয়ার উদাহরণ এর আগেও আছে। মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সরকার ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আবাদানি শহর থেকে বিদ্রোহীরা সরে যাবে এবং ফুয়া ও কাফ্রায়ায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে সরকারি বাহিনী। এ সময় দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

এই যুদ্ধবিরতিতে সহযোগিতা করেছে আল-নুসরা ফ্রন্টের সহযোগী সংগঠন আহরার আল-সালাম।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সশস্ত্র উত্থান এবং তাদের দমনে সরকারি বাহিনীর অভিযানের ফলে সৃষ্ট গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.