মোগাডিসুতে ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাডিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৮৫ জন লোক নিহত হয়েছে।
একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আরো বহু লোক আহত হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয় – যাতে পুলিশের ভাষ্য অনুযায়ী আরো দুজন লোক নিহত হয়। খবর বিবিসির ।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাডিসু তাদের নিয়মিত টার্গেট।

বিবিসির সংবাদদাতা বলছেন, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে।

বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ আকারের বোমা হামলা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.