ওয়ানডে ক্রিকেটে সাকিবের পাঁচ হাজার রান

0

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজকের ম্যাচ সহ সব মিলিয়ে ১৭৮ টি ওয়ানডে খেলে এই পাঁচ হাজার রান করেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার সাকিব।

এর আগে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ রানের ক্লাবে যোগ দেন। ওয়ানডেতে সাকিবের রয়েছে সাতটি সেঞ্চুরি।

আজ কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ রানের বেশি করতে পারেন নি তিনি।

ম্যাচের ২০তম ওভারের সময় যখন সাকিব ১৭ রানে পৌছান তখনই তার পাঁচ হাজার রান নিশ্চিত হয়।

ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে আজ ড্রেসিং রুমে ফেরেন সাকিব।

সাকিব হলেন ওয়ানডেতে পাঁচ হাজার রান ও দু’শো উইকেট নেয়া বিশ্বের পঞ্চম ক্রিকেটার।

এর আগে শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এবং পাকিস্তানের আব্দুল রাজ্জাক পাঁচ হাজার রান ও দু’শো উইকেট নেয়াদের ক্লাবে নাম লেখান।

ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ছুটি চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান।

কিন্তু টেস্ট সিরিজে ছুটি কাটানোর পর ওয়ানডেতে দলের সাথে যোগ দিয়ে দারুণ খেলছেন তিনি।

প্রস্তুতি ম্যাচে ৬০ বলে ৫৮ রানের একটি ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.