মুক্তিযোদ্ধা সংগঠক বাদশা মিয়া’র ইন্তেকালে শোক প্রকাশ বিভিন্ন সংগঠনের

0

        প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক আবছার উদ্দিন অলি’র পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক বাদশা মিয়া গত ১১ আগস্ট ১৫ইং মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে পাঠানটুলী কাপুড়িয়া পাড়া, নজির ভান্ডারী লেইন নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে এই মহান সংগঠকের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন কন্যা তিন পুত্র সন্তান রেখে গেছেন। ঐদিন রাতে বাদ এশা নজির ভান্ডার মাজার সংলগ্ন মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাফেজ সৈয়দ আক্তার কামাল শাহ আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। মুক্তিযুদ্ধের সংগঠক বাদশা মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগীয় শাখা, ফোরাম চিটাগাং, বাংলাদেশ কালচারাল রিপোটার্স চট্টগ্রাম বিভাগীয় শাখা, ইউনেস্কো গ্লোবাল সাংস্কৃতিক জোট, নজরুল শিল্পী সংস্থা, আজকাল সাংস্কৃতিক গোষ্ঠী, কথন সাহিত্য ফোরাম, চট্টগ্রাম ব্যান্ড এসোসিয়েশন, আহলে সুন্নত ওয়াল জামাত ডবলমুরিং থানা শাখা, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ, সন্দীপনা সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের র“হের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.