সেরা অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থানে মুশফিক

0

সিটিনিউজবিডি :  টেস্ট ক্রিকেটের সেরা অধিনায়কদের তালিকায় চতুর্থ স্থান পেয়েছেন বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্সের  টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের দৈনিক দ্য টেলিগ্রাফ চলতি বছরের সেরা অধিনায়কদের তালিকা প্রকাশ করেছে। টেস্ট সেরা দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়কদের উপরে স্থান পেয়েছেন টাইগারদের অধিনায়ক। আমলা, কুক, ক্লার্ক ও কোহলিদের মত খেলোয়াড়দের পিছনে ফেলেছেন মুশফিক।

টেলিগ্রাফে প্রকাশিত এ তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস।

১০টি টেস্ট খেলুড়ে দলের অধিনায়কদের ব্যক্তিগত ও দলগত পারফরমেন্সের পাশাপাশি দলকে উজ্জীবিত করার ক্ষমতা এই সব কিছু মিলিয়ে র‌্যাংকিংটি করা হয়েছে। গত মৌসুমে জিম্বাবুয়ে টেস্ট না খেলায় এই তালিকায় তাদের অধিনায়কের নাম নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.