উখিয়ায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

  শহিদুল ইসলাম, উখিয়া, কক্সবাজার :  কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের উদ্যেগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত কাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মিলন বড়ুয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও দাতা জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক কাজী আক্তার উদ্দিন টুনু। কবিতা পাঠ করেন, প্রভাষক গোপাল কৃষ্ণ ধর। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিলন বড়ুয়া। উপস্থিত ছিলেন শিক্ষক বৃন্দ যথাক্রমে জন্নাতুল ফেরদৌস, জহির হোছন চৌধুরী, মৌলানা নুরুল কবির, মাহমুদুল হক, আবুল হোসেন, কামরুল ইসলাম ও ইয়াকুব মামুন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, ২য় বর্ষের শিক্ষার্থী রিফাত উল্লাহ। ত্রিপিটক পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী রাত্রি বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলা বিষয়ের প্রভাষক শহিদুল ইসলাম। আলোচনা সভার আগে দোয়া মাহফিল পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মৌলানা নুরুল কবির। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.