রাঙামাটিতে সাড়ে ৩ শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি:: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস’র আয়োজনে রাঙামাটি জেলার প্রাথমিক স্কুলের ৪র্থ শ্রেণির ৩৪৯ জন শিক্ষার্থীকে বৃত্তি সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা উপকমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, মনোয়ারা জাহান, শান্তনা চাকমা, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রউশন আলি।

এতে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদ ৪র্থ শ্রেণীর প্রাইমারী বৃত্তি পরীক্ষা প্রচলন করেছে। জেলা পরিষদ প্রাইমারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তার পাশাপাশি প্রতিটি আদিবাসী শিশুরা যাতে নিজ মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারে সে জন্যে জেলা পরিষদ ইতিমধ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ সহ প্রশিক্ষণ কাজ শেষ করেছে।

আলোচনা সভার পরে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ অনন্য মেধা ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। ৩শ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬ হাজার টাকার বৃত্তি প্রদান করেন রাঙামাটি জেলা পরিষদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.