পদদলে নিহত কৃষ্নপদের স্ত্রী চাকরি পেল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে অংশগ্রহণ করতে এসে রীমা কনভেনশন সেন্টারে পদদলিত হয়ে দুর্ঘটনায় নিহত কৃষ্ণপদ দাশের স্ত্রী চন্দনা দাশকে (২৭) চাকরি দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।

বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় কৃষ্নপদের অসহায় দুটি শিশুসহ স্ত্রীর মানবিক বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ চন্দনা দাশের হাতে অস্থায়ী নিয়োগপত্র তুলে দেন। চন্দনাকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের অফিস সহায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রতিক্রিয়া জানিয়ে চন্দনা দাশ বলেন, আমি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। স্বামীর আকস্মিক মৃত্যুতে আমি চারদিক অন্ধকার দেখছিলাম। আমার দুই শিশু সন্তানকে নিয়ে কিভাবে বেঁচে থাকবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আজকে আপনারা আমাকে বেঁচে থাকার একটি অবলম্বন করে দিলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর দুপুরে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মেজবান খেতে গিয়ে কৃষ্ণপদ দাশ রীমা কনভেনশন সেন্টারের প্রবেশ পথে পদদলিত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এ সময় আরো ৯ জন মারা যান।

চন্দনা দাশকে নিয়োগপত্র প্রদান কালে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পিআরটিসি পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান, সহকারী প্রভোস্ট তাসনিম ইমাম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.