ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় বই বিতরণ

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ২৫ হাজার বই বিতরণ করা হয়েছে। এছাড়া ৯৬৫টি বিদ্যালয়ে বাংলা মাধ্যমে ১ লক্ষ ১০হাজার বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বনরূপা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার।

বই উৎসবে চেয়ারম্যান বলেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষার বিষয়ে খুবই আন্তরিক। গত বছর প্রাক-প্রাথমিক দিয়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করলেও এবছর প্রথম শ্রেণিতেও বই বিতরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এতে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও আমরা সমস্যা সমাধানের মাধ্যমে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।

এবছর প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বাংলা, গণিত ও ইংরেজি বই বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.