২০ লাখ টাকা জরিমানাসহ ছয় মাস নিষিদ্ধ সাব্বির

0

খেলাধুলা :: দর্শক পেটানো ও ম্যাচ রেফারিকে হুমকির দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। সংবাদ মাধ্যমকে এ ব্যাপারটি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বাদ পড়ার পাশপাশি ২০ লাখ টাকাও জরিমানার সুপারিশ করেছে বিসিবি শৃঙ্খলা কমিটি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে আগামী ছয় মাস তাকে নিষেধাজ্ঞারও সুপারিশ তারা বোর্ড সভাপতির কাছে জমা দিয়েছে।

সাব্বিরের শাস্তি প্রসঙ্গে পাপন বলেন, ‘সাব্বিরের বিষয়ে আমাদের শৃঙ্খলা কমিটি ইতোমধ্যোই সিদ্ধান্ত নিয়েছে। হিয়ারিং হয়েছে, আমরা ম্যাচ রেফারির রিপোর্টও পেয়েছি। সাব্বির আমাদের ন্যাশনাল কন্ট্রাক্টের প্লেয়ার আর থাকছে না। প্লাস তারা বলেছে ২০ লাখ টাকা জরিমানা। তাকে ক্যাশ টাকা দিতে হবে। তারপর বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না ৬ মাসের জন্য। তারমানে সে প্রিমিয়ার লিগও খেলতে পারছে না। অর্থাৎ বড় রকমের অর্থনৈতিক ক্ষতির মুখে সে পড়তে যাচ্ছে।’ আগামী বোর্ড সভায় তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি এটাও বলে রেখেছেন শৃঙ্খলা কমিটির সুপারিশগুলোই বলবৎ থাকছে। এমনও হতে পারে সাব্বিরের শাস্তির তালিকা আরও বাড়তে পারে।

‘তারমানে আমরা বলছি না এখনই এই সিদ্ধান্ত হয়ে গেছে। তবে তাদের প্রস্তাবে এও এসেছে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। তারা এটাও লিখেছে। তারমানে তারা ইন্ডিফিনেট পিরিয়ডের জন্য সাসপেনসনের কথা চিন্তা করেছে। বোর্ড মিটিংয়ে বসেই আমরা চূড়ান্ত করবো। এই সুপারিশগুলো থেকে কমে যাওয়ার সম্ভাবনা কম। আরও বাড়তে পারে। এইগুলো যে থাকছে এই ব্যাপারে কোন সন্দেহ নেই। আরও করা হবে কী না, বোর্ড নেবে কী না সেটা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.