বাঁশখালীতে যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে

0

বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজঃ বাঁশখালীতে যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারী)উৎসাহ উদ্দিপনার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম পটিয়া–আনোয়ারা–বাঁশখালী–সাতকানিয়া–চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন বাঁশখালী শাখার কার্যকরী কমিটির ত্রি–বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষ্যে পুঁইছুড়ির নাপোড়া বাজার পরশ মনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

তবে এ নির্বাচনে সবচেয়ে আলোচনার বিষয় বিগত দিনে সভাপতির দায়িত্বে থাকা ছিদ্দিক আহমদ সভাপতির পদ ছেড়ে দিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি এবার সাবেক সাধারণ সম্পাদক এবং এবারও সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ আহমদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এটা নিয়ে যানবাহন শ্রমিকদের মধ্যে হাস্য রসেরও সৃষ্টি হয়েছে। এবারের অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে মোহাম্মাদ হোসেন আহমদ (চেয়ার), মোহাম্মদ বাদশা(হারিকেন), মো. জয়নাল আবেদীন (বাই সাইকেল) মোট ৩ জন। সহ–সভাপতি পদে রয়েছে ২ জন সুশান্ত দেব কালু (প্রজাপতি,আহমদ কবিরঞ্জ মোজাহের (হাতুড়ি)। সাধারণ সম্পাদক পদে ২ জন তাদের মধ্যে গতবারের সভাপতি আলহাজ্ব মো. ছিদ্দীক আহমদ (ছাতা) ও (বাস) মার্কা নিয়ে পুনরায় মো. ফরিদ আবারো সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ– সাধারণ সম্পাদক পদে ৫ জন তাদের মধ্যে মো. বদি আলম (দোয়াত কলম), মো. জুলফিকার (গরুর গাড়ি), মো. পিয়ারু (তলোয়ার), মো. কামাল (গোলাপ ফুল),মো. মাহমুদুল ইসলাম (উড়োজাহাজ)। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন মো. দিদারুল আলম (আম), মো. ছগির (হরিণ), মো. হারুন(রিকশা)। কোষাধ্যক্ষ পদে রয়েছে ৩ জন এদের মধ্যে মো. বেলাল (তালা), মো. ওসমান (চাকা), আব্দুল খালেক (আনরস)।

দপ্তর সম্পাদক পদে ৩ জন মো. সাইফুউদ্দীন (বাঘ), মো. মোরশেদুল আলম (দেওয়াল ঘড়ি), মো. শফিকুর রহমান (মাছ)। প্রচার সম্পাদক পদে ৪ জন মো. জহিরুল ইসলাম (টেলিভিশন), সুজিত দেব (মাইক), মো. কফিল (ঢোল), আলহাজ্ব রিজুয়ান (মই), মো. পেজু (টেলিফোন)। সদস্য পদে রয়েছে ৭ জন মো. জসিম উদ্দীন (হাতি), শেখ ফরিদ উদ্দীন চৌধুরী (বৈদ্যুতিক

পাকা), মো. জনু (মোরগ),মো. শফি (তারা), মো. ফোরক (কলসি), মধু (হাঁস), মো. গোফরান উদ্দীন (ফুটবল)। এই নির্বাচনে কে জিতবে আর কে হারবে তা নিয়ে উপজেলা সদরসহ বাঁশখালীর বিভিন্ন জায়গায় চায়ের দোকানে খোশ গল্প ও সাধারণ বাস শ্রমিকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদন করার জন্য সকাল বেলা থেকে সেখানে পুলিশ মোতায়েন থাকবে বলে যানবাহন শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.