আনোয়ারায় ইয়াবা অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪

0

আনোয়ারা প্রতিনিধি :: আনোয়ারায় ইয়াবা বিরোধী অভিযানে আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেছে স্থানীয়রা। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

থানা সুত্র জানায়, মঙ্গলবার রাতে আনোয়ারা থানা পুলিশের এসআই আকরামুলের নেতৃত্বে একটি টিম হেটিখাইন এলাকায় মোহাম্মদ জসিমের ঘরে ইয়াবা মজুদের গোপন সংবাদে অভিযানে গেলে বাড়ির গৃহিণীর ডাকাত ডাকাত চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে পুলিশের উপর ক্ষুদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় জসিমের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে পুলিশের এসআই আকরামুল, এএসআই রেজাউল করিম, হান্নান মজুমদার ও কনস্টেবল আকিব আহত হন।

অভিযানকারী এএসআই রেজাউল করিম বলেন, হেটিখাইন এলাকার ইয়াবা ব্যবসায়ী জসিমের বাড়িতে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযানে যান তারা। এ সময় আসামীর পরিহিত লুঙ্গির কোমরের প্যাচে পলিথিন মোড়ানো দুইশ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আটকের পর ধৃত জসিমকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় কিছু জনতা।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ধৃত জসিম নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে এ ঘটনার পৃথক দু’টি মামলা হয়েছে। ধৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.