কবে অবসর নেবেন জানালেন অর্থমন্ত্রী নিজেই

0

সিটি নিউজ ডেস্ক :: বছর শেষে অবসর নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ডিসেম্বরে তিনি অর্থমন্ত্রী পদের দায়িত্ব থেকে অবসর নেওয়ার কথা জানান।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা জানান।

অবসর নেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জীবনে একটি সময় আসে যখন অবসর নেওয়া উচিত। নির্দিষ্ট সময়ের পর সবারই অবসরে যাওয়া উচিত।তবে রাজনীতি থেকে অবসরে যাবেন কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

মুহিত বলেন, বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে, আমি এবার সত্যিকার ভাবেই অবসরে যাব।

সাম্প্রতিক সময়ে একাধিকবার নিজের অবসর নিয়ে কথা বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। গত মাসের ২৫ তারিখ সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে মুহিত বলেছিলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি।

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।’

এ বছরের শেষের দিকে পরবর্তী জাতীয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.