উখিয়ায় সন্দেহ ভাজন ১১বিদেশী নাগরিক অাটক

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ায় সন্দেহ জনক ১১বিদেশী নাগরিক কে অাটক করেছে র‌্যাব। পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে  তাদের অাটক করা হয়।

র‌্যাব-৭ সকাল সাড়ে ১১টার সময় উখিয়া ডিগ্রী কলেজ  সংলগ্ন ত্রান কেন্দ্রের সামনে থেকে তাদের অাটক করা হয়েছে।অাটককৃতদের দুপুর সাড়ে ১২টায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অাটক বিদেশী নাগরিকদের মধ্যে  ইউকের ২জন,নেদারল্যান্ডের ১জন,তুরস্কের ১জন,দক্ষিন কোরিয়া ১জন,জেনিয়ার১জন, ইতালীর ২জন, ব্রাজিলের ১জন,বেলজিয়ামের ১জন ও নরওয়ের ১জন নাগরিক।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে অাটক বিদেশী নাগরিকরা জানিয়ে্ছেন তারা সকলের  বৈধ পাসপোর্ট ধারী। ৭জন নাগরিকের পাসপোর্ট ঢাকা ও বাকী ৪জনের পাসপোর্ট কক্সবাজার বলে জানান।

র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার  মেজর রুহল অামিন বলেন, গোপন সংবাদের ভিওিতে উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা থেকে ১১ বিদেশী নাগরিক কে অাটক করে থানায় সোপর্দ্দ করা হয়।

উখিয়া থানার ওসি অাবুল খায়ের র‌্যাব ১১জন বিদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশী কোন নাগরিকের  কাছে পাসপোর্ট নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.