‘আমি কমেডি-উপস্থাপনা করি, কিন্তু আমার মাথার ওপর ঝুলে আছে একটি খড়গ’

0

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনেতা সালমান খান। সিনেমায় অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার অর্জন তাকে নিয়ে গেছে বিশেষ স্থানে। কিন্তু এত কিছুর মাঝেও এ সুপারস্টার চিন্তিত তার ‘হিট অ্যান্ড রান’ মামলা নিয়েই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘হিট অ্যান্ড রান মামলা নিয়ে কী হতে চলেছে জানি না। এখন সাজার মেয়াদ পাঁচ বছর আছে, আপনি যদি আরো পাঁচ বছর যোগ করেন এটি ১০ বছর হবে। এটি নিয়ে আমার বাবা-মা অনেক চিন্তিত, আমিও চিন্তিত। এটি বেশ বড় ব্যাপার। এবার বিষয়টি আর ম্যাজিস্ট্রেট আদালতে নয়, সুপ্রিম কোর্টে। এরপর আমার জীবনে কী ঘটবে তা জানা নেই।’

তিনি আরো বলেন, ‘আমি কমেডি করি, বিগ বস উাপস্থাপনা করি কিন্তু আমার মাথার ওপর সব সময়ই একটি খড়গ ঝুলে আছে। আপনারা দেখেছেন আমার বাবা-মার অবস্থা কেমন। তারা কেমন পরিস্থিতি অবিবাহিত করছে।’

৪৯ বছর বয়সি এ অভিনেতা মনে করেন তার কাজ তাকে বিচার থেকে বাঁচাতে পারবে না। তিনি বলেন, ‘আমার কাজ যতই সুন্দর হোক না কেন, আমি যতই ভালো কাজ করি না কেন মানুষের বিষয়গুলোতে কোনো যায় আসে না। তাদের ধারণা আমার মাথার ওপর মামলা ঝুলছে আর আমি সোনমের সঙ্গে রোমান্স, জ্যাকুলিনের সঙ্গে নাচ, পোল্যান্ডে শুটিং করছি। তাদের ধারণা আমার সিনেমা ৬০০ কোটি উপার্জন করছে কিন্তু তারা জানে না এটিতে আমার অংশ কতটুকু অবশিষ্ট থাকে।’

প্রার্থনা এবং শুভ কামনায় কী তিনি বিশ্বাস করেন কিনা? এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, ‘প্রার্থনা, শুভ কামনা এগুলো যারা বিশ্বাস করে তাদের জন্য। হ্যাঁ, আমি এগুলোতে বিশ্বাস করি। অনেক মানুষই বিশ্বাস করেন। আবার অনেকেই আছেন যারা এগুলো বিশ্বাস করেন না। যাদের ক্ষমতা আছে তারা আসলে এগুলোতে বিশ্বাস করে না।’

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। এরপর গত ৬ মে এ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিন্ম আদালত। পরে এ সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তার এ মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সালমান খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা প্রেম রতন ধন পায়োর প্রচারণা নিয়ে। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.