শঙ্খনদীতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার শঙ্খ নদীতে ১শ কেজি ওজনের একটি বিরল প্রজাতির মাছ জেলের জালে ধরা পড়েছে। কেউ কেউ এটাকে ডলফিন বলে জানিয়েছেন।

জানা যায়, উপজেলার বৈলতলী এলাকায় শঙ্খ নদীতে আজ ১১ অক্টোবর দিবাগত রাতে একদল জেলে বিজলী মাঝির নেতৃত্বে মাছ ধরার জন্য নদীতে বাসা জাল বসায়। এ সময় গভীর রাতে একটি বিরল প্রজাতির মাছ জালে আটকা পড়লে জেলেরা ভয়ে জাল ফেলে পালিয়ে যায়।

সকালে নদী থেকে জাল তুলতে এসে দেখা যায় তাদের জালে প্রায় ১শ কেজি ওজনের ১০/১২ ফুট লম্বা এ মাছটি আটকে পড়েছে। পরে ৪/৫জন জেলে মাছটি নদীর পাড়ে তুললে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। পরে জেলেরা নৌকায় করে তাদের বাড়িতে নিয়ে যায়।
বিজলী মাঝি জানায়, মাছটি খাওয়া না গেলেও মাছটির তৈল অত্যন্ত মূল্যবান। এটি থেকে কমপক্ষে ৩/৪ কেজি তৈল পাওয়া যাবে। এই তৈল সচরাচর বিভিন্ন বাত ব্যাথার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবু বক্কর ছিদ্দিক জানান, এই মাছকে গুতোম মাছ বলা হয়। এরা এ সময় নদীতে বিচরণ করে থাকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.