অটোপাস এমপি এবারও

0

জুবায়ের সিদ্দিকীঃঃ  ২০১৫ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের নির্বাচনে ১৫৩জন বিনা ভোটযুদ্ধে নির্বাচিত হয়েছিলেন। দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে এত বিপুল সংখ্যক প্রার্থীর বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হওয়ার কোন রেকর্ড নেই।

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের সমমনাদের নির্বাচন বয়কটের সুযোগে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন অর্ধেকের বেশী সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের কোন রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। দল থেকে একজনকে মনোনয়ন দেওয়ায় অন্যদের সেখানে প্রার্থী হওয়ার সুযোগ ছিলনা।

কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত টিকে থেকে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে জনসমর্থন নিয়ে সংসদে এসেছেন। বিনা প্রতিদ্ধন্ধিতায় সংসদ সদস্যদের অনেকে এলাকায় তেমন পরিচিত ছিলেন না, অনেকে ছিলেন বিতর্কিত। এমনকি জামাত শিবির থেকেও ডিগবাজি দেওয়া নেতারাও মুজিবকোট পড়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে করতে অজ্ঞান হয়ে পড়ার মতো অবস্থা ছিল তাদের।

কেন্দ্রের আশীর্বাদে মনোনয়ন পাওয়ার পর এলাকার সাথে তেমন যোগাযোগ রাখেননি। তৃণমূলের পরিচিত মুখ তাদের স্মৃতিতে ছিল আবছা আবছা। এর ফলে এসব সংসদ সদস্যরা অনেকেই এখন জনবিচ্ছিন্ন। হারিয়েছেন জনপ্রিয়তা। এরা এখন আবারও মরিয়া হয়ে উঠেছে মনোনয়ন প্রাপ্তির জন্য। অটোপাসদের এবারও স্বপ্ন আবার হবে অটোপাস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.