মৃত্যুর কাছে হেরে গেলেন শ্রীবাস্তব

0

বিনোদন ডেস্ক : ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের শেষে শুক্রবার রাত ১২.৩০ মিনিটে নাগাদ আন্ধেরির কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঙ্গীত পরিচালক আদেশ শ্রীবাস্তব। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫১ বছর।

কোকিলাবেন হাসপাতালে আদেশের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর রাম নারায়ণ বলেন, “বেশ কিছুদিন থেকেই ক্যানসারে ভুগছিলেন আদেশ শ্রীবাস্তব। শেষদিকে আর কেমো থেরাপিতে সারা দিচ্ছিলেন না তিনি।” আদেশের শ্যালক ললিত পণ্ডিত বলেন, “৪০ দিন আগে আদেশকে কোকিলাবেন হাসপাতালে ভরতি করা হয়। তার কেমো থেরাপি চলছিল। আর শেষদিকে কেমোতে কিছু কাজ হচ্ছিল না। তাই ডাক্তারেরা তাকে কেমো দেওয়া বন্ধ করে দেন।”

নিজের কর্মজীবনে ‘চলতে চলতে’, ‘বাবুল’, ‘বাগবান’, ‘কাভি খুশি কাভি গম’ ও ‘রাজনীতি’র মতো ছবিতে সুর দিয়েছেন এই বিখ্যাত সঙ্গীত পরিচালক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। আদেশ শ্রীবাস্তবের মৃত্যুতে ট্যুইটারে শোক জ্ঞাপন করেছেন তার ভক্তরা।– সংবাদসংস্থা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.