সারিকাকে ছয় মাস মিডিয়ায় নিষিদ্ধ ঘোষণা

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: মডেল ও  অভিনেত্রী সারিকাকে ছয় মাস মিডিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নাটকের শুটিংয়ে সময় দিয়েও না আসার অভিযোগে চলতি মাস থেকে আগামী ছয় মাস তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।

নাট্য প্রযোজক মোহাম্মদ বোরহান খানের লিখিত অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে প্রযোজক মোহাম্মদ বোরহান খান বলেন, ‘সারিকার বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ দিয়েছিলাম গত ১০ এপ্রিল। গত মার্চে আমি নেপালে বেশ কিছু নাটকের শুটিং করতে গিয়েছিলাম। নাটকের অন্যান্য শিল্পীর মধ্যে ছিলেন সারিকাও। নাটকে অভিনয়ের জন্য সারিকার ১২ দিনের শিডিউল আমি নিয়েছিলাম। একটা সাত পর্বের ধারাবাহিক ও কিছু একক নাটকে অভিনয়ের কথা ছিল সারিকার। সারিকাকে অগ্রিম ৫০ হাজার টাকা ও বিমানের  রিটার্ন টিকেটও আমরা দিয়েছিলাম। যেদিন নেপালে যাওয়ার কথা ছিল, সেদিন সারিকা এয়ারপোর্টে আসেননি। এর কারণও তিনি আমাদের জানাননি। সারিকাকে ছাড়াই আমরা নেপালে গিয়েছিলাম। বেশ কিছু কাজ আমি করতে পারিনি। এ জন্য আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। ঘটনাটি নেপাল থেকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলাম আমি। অবশেষে গত ২৮ এপ্রিল ঘটনার সত্যতা যাচাই করে সারিকাকে নিষিদ্ধ করে সংগঠনটি। তবে আমার আর্থিক ক্ষতিপূরণ কীভাবে হবে, জানি না। ’

নেপাল থেকে  ঢাকায় ফিরে সারিকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে প্রযোজক মোহাম্মদ বোরহান খান বলেন, ‘আমি ফোন দিয়েছিলাম, কিন্তু সারিকা রিসিভ করেননি। পরে ফেসবুকে কথা হয় আমাদের। তবে নাটকের শুটিংয়ে কেন আসেনি,  এ বিষয়ে কিছুই বলেননি সারিকা।’

নাটকের জন্য অগ্রিম নেওয়া ৫০ হাজার টাকা প্রযোজককে ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ বোরহান খান। এ বিষয়ে তিনি বলেন, ‘সারিকার কাছে টাকা চাইলে তিনি সেটা দিয়েছেন। বাসার নিরাপত্তাকর্মীর কাছে ৫০ হাজার টাকার চেক তিনি রেখে যান, আমরা সেখান থেকে সংগ্রহ করি সেটা। তবে সরাসরি এখনো সারিকার সঙ্গে আমার কথা হয়নি। মেসেঞ্জারে কথা হয়েছিল শুধু। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সারিকার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল; কিন্তু সারিকা কোনো রেসপন্স করেনি। বাধ্য হয়ে সারিকার মাকে আমরা ফোন দিয়েছিলাম, কিন্তু তিনি এ বিষয়ে সারিকার সঙ্গেই কথা বলতে বলেছিলেন।’

মোহাম্মদ বোরহান খান আরো বলেন, ‘সারিকার কারণে বেশ কিছু টিভি চ্যানেলে দেওয়া প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। আসন্ন ঈদের জন্য আমার যেসব নাটক দেওয়ার কথা ছিল, সেগুলোর বেশ কিছু আমি দিতে পারিনি। ’

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ জানান, একাধিককার চেষ্টা করেও সারিকার সঙ্গে তাঁরা কথা বলতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ছয় মাস সারিকাকে মিডিয়ায় নিষিদ্ধ করেছি। এ বিষয়ে তাঁকে চিঠিও পাঠানো হয়েছে, কিন্তু উত্তর আমরা পাইনি।’

এ বিষয়ে গণমাধ্যমে সারিকা জানান, অ্যাসোসিয়েশনের চিঠি এখনো পাননি। চিঠি পেলে তিনি  প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার, সেটা নেবেন।

মডেলিং করে খুব অল্পসময়ে তারকা হয়ে ওঠেন সারিকা। দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন তাঁকে নিষিদ্ধ করার পর চলতি মাস থেকে আগামী ছয় মাস সারিকা কোনো নাটক, বিজ্ঞাপন কিংবা মিউজিক ভিডিওতেও কাজ করতে পারবেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.