শিল্পকলা একাডেমিতে গঙ্গা-যমুনা’য় ‘শেষের কবিতা’

0

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎস’। ৯ দিন ব্যাপী এই উৎসবে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘শেষের কবিতা’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গণেমোর-এর ‘শেষের কবিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা রামিজ রাজু এবং পোষাক পরিকল্পনা নূনা আফরোজ।

‘শেষের কবিতা’ অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সুমী, চৈতী, রিগ্যান, মনির, সীমান্ত, আশা, বিপ্লব, ঊষা ও কারিমা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.