ভাষার প্রতি আবদুল করিম সাহিত্য বিশারদের মমত্ব ছিল

0

নিজস্ব প্রতিবেদক:: বাংলা সাহিত্যের অমরত পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৬৫তম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পটিয়াস্থ নেতৃবৃন্দ কবরে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ৩০ সেপ্টেম্বর (রবিবার) সকালে পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের গ্রামের বাড়ি পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী গ্রামের কবরস্থানে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কাজী আবু তৈয়ব, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা আশিষ তালুকদার, ভাটিখাইন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, পৌরসভা আ’লীগ নেতা শিমুল ধর, সাইফুদ্দীন, মফিজুর রহমান, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, নুরুল আলম মিঞা, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, মো. রাসেদ প্রমুখ।

দক্ষিণ জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পটিয়াস্থ নেতৃবৃন্দ, দেশরত্ম পরিষদ ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের পক্ষ থেকে সাহিত্য বিশারদের কবরে পুস্পমাল্য অর্পন করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষার প্রতি পুঁথি গবেষক আবদুল করিম সাহিত্য বিশারদের মমত্ব ছিল। প্রাচীণ পুঁথিপত্র সংরক্ষনের জন্যে নয়, তিনি বাঙালি মুসলমানদের আত্মপরিচয় অনুসন্ধানে গৌরবোজ্জল ভুমিকা করেছিলেন। আবদুল করিম সাহিত্য বিশারদকে অনুস্মরণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.