শাহজিবাজারে ২ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

0

সিটিনিউজবিডি : হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লেগে বোসিং ইনসুলিটার ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে ৭০ মেগাওয়াট।

বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় দিকে চালু থাকা ৮ ও ৯ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বোসিং ইনসুলিটার ফেটে আগুন লেগে যায়। তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৮ ও ৯ নম্বর ইউনিট ২টি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এর ফলে এ উৎপাদন কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওভার হোলিংয়ের মাধ্যমে ৮ ও ৯ নং দুটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট সরবরাহ করা হতো।

কবে নাগাদ বন্ধ হয়ে পড়া ২টি ইউনিট চালু হবে এ ব্যাপারে ব্যবস্থাপক নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন বন্ধ হওয়ায় ইউনিটগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.