সীতাকুন্ডে পর্যটন স্পটে পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কর্মসূচি

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য রক্ষায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ব্যাচ-২০০২) কর্তৃক গত শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাচ-২০০২ এর সকল ছাত্রদের সহযোগিতায় সীতাকুন্ডের প্রায় ২৫টি পয়েন্টে পরিবেশ সচেতনামূলক ফেস্টুন লাগানো হয়। পাশাপাশি পর্যটকরা যাতে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে এসে ভাল কিছু দিক নির্দেশনা পায় সে লক্ষ্যে পাহাড়ে পর্যটক ও স্থানীয়দের করনীয় এবং বর্জনীয় সম্পর্কিত সচেতনামূলক বোর্ড লাগানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপক ভৌমিক, মো. নরুন নবী, রবিন ঘোষ, ফাহাদ বিন মোস্তফা, রকি দাশ, রাশেদুন্নবী রাসেল, রতন নাথ, সুপন দাশ প্রমুখ। ব্যাচ-২০০২ এর প্রবাসী বন্ধুগণও এতে সহযোগিতায় করে।

ব্যাচ-২০০২ পক্ষে সমন্বয়ক দীপক ভৌমিক বলেন, ‘বর্তমান সময়ে সীতাকুন্ড হাজার হাজার পর্যটকদের পদচারনায় মুখর। পর্যটকরা আমাদের সীতাকুন্ডের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তাদের রেখে যাওয়া বর্জ্য দিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচ পর্যটকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পর্যটন স্পটে কিছু সচেতনতামূলক ফেস্টুন ও ডাষ্টবিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে; যা চলমান থাকবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.