পটিয়ায় সংবাদকর্মীদের সাথে সনাক-টিআইবি’র মতবিনিময় 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে স্থানীয় সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) এ সভা সনাক-টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় টিআইবি’র বিবেক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন। স্থানীয় মিডিয়া কর্মীদের সাথে কার্যক্রমে সমন্বয় বাড়ানোর মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো গতিশীল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় অংশগ্রহণকারি সাংবাদিকগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, শিক্ষা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোর দুর্নীতি প্রতিরোধে সনাক-টিআইবিকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান। সভায় উপস্থিত সাংবাদিকগণ কয়েকটি সুনির্দিষ্ট ইস্যুতে সনাককে আরো সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

যেসব বিষয়ে সনাককে আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন সেগুলো হলো, সরকারি হাসপাতালের দালাল নিয়ন্ত্রণ, অফিস সময়ে ওষুধ কোম্পানীর প্রতিনিধির হাসপাতালের দৌরাত্ব বন্ধ, রোগীদের খাবার পরিবেশনে নীতিমালা অনুসরণ সহ এসএসসি ও এইচএসসি’র ফরম ফিলাপে বাড়তি টাকা নেয়া, ভূমি অফিসে নামজারি নিয়ে হয়রানীর বিষয়ে গণমাধ্যম প্রতিনিধি ও সনাকের ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক অজিত কুমার মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অ্যাড. কবিশেখর নাথ, সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরী ও শীলা দাশ প্রমুখ। টিআইবি’র সহকারি ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, ইয়েস দলনেতা দীপ্ত বড়ুয়া, ইয়েস সদস্য প্রান্ত নাথ ও ফাহাদ বিন আবছার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.