চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের নলকূপ চুরি

0

চন্দনাইশ প্রতিনিধিঃ  উপজেলা সদরস্থ চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রোগীদের জন্য স্থাপন করা গভীর নলকূপ চোরের দল চুরি করে নিয়ে গেছে।

গত ১৪ মার্চ দিবাগত রাতে চোরের দল সুযোগ বুঝে নাইট গার্ডের অনুপস্থিতিতে হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গভীর নলকূপের মাথা চুরি করে নিয়ে যায়। ফলে হাসপাতালে আসা রোগীরা পানীয় জলের সমস্যায় ভোগছে।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বখতেয়ার আলম বলেছেন, তিনি বিষয়টি জেনে থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাছাড়া নাইট গার্ড বেলাল উদ্দীনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে বহিরাগতদের অবস্থানের বিষয়টি তুলে ধরেন। অথচ চুরি হওয়ার সময় সে হাসপাতালে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিল কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য দাবী জানিয়েছেন সংষ্টিরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.