বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের সরকারী সহযোগিতার আশ্বাস

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : “জল আছে যেখানে মাছচাষ সেখানে” এই স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় চন্দনাইশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯। এ উপলক্ষে মঙ্গলবার ১৭ জুলাই সকালে চন্দনাইশ উপজেলা পরিষদের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এ সাংবাদিক সম্মেলনে বক্তব্য বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা।

এ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা বলেন, বাংলাদেশ এখন মৎস্য খাদ্যে স্বয়ং সম্পূর্ন। মাছই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। আর সে লক্ষ্যে বর্তমান বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে চলেছেন। সম্প্রতি চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহযোগিতার ব্যাপারে ক্ষতিপূরনের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, আবু বক্কর সিদ্দিকী, দৌলত কুমার দাস, জহরুল হক প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কমকর্তা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.