২০১৫-১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

0

সিটিনিউজবিডি : ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে ব্যাংকের কার্যালয়ে প্রতিবেদনটির প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক আপডেট-২০১৫ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ।

প্রসঙ্গত: বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২ শতাংশ হবে বলেও ধারণা সংস্থাটির, গত বছর যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ।

জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ কেন হবে, এমন এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিগুচি বলেন, ‘দেশে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাইভেট সেক্টরগুলো উন্নতি করছে। পোশাকখাতের অবস্থাও অনেক ভালো। পরিবহন, শিক্ষা ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নও অনেক এগিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলছি, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার তৈরি হয়েছে এবং হচ্ছে। পরিবহন সেক্টরও উন্নতি করছে।’

হিগুচি বলেন, ‘বিশেষ করে রেলওয়ে, সড়ক, আঞ্চলিক যোগাযোগ, ঢাকা-চট্টগ্রাম চারলেন ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়ও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.