কিস্টোন পাইপলাইন নিয়ে মুখ খুললেন হিলারি

0

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি মঙ্গলবার জানান, তিনি এই পাইপলাইন নির্মাণের বিরোধী।

ভোটারদের প্রতি দায়িত্ব থেকেই এর বিরোধিতা করছেন বলে জানান হিলারি।

কানাডা থেকে যুক্তরাষ্ট্রের গালফ উপকূল পর্যন্ত তেলের এই দীর্ঘ পাইপলাইন তৈরির প্রস্তুতি নিচ্ছে কানাডার কোম্পানি ট্রান্সকানাডা। ৮৭৫ মাইল দীর্ঘ প্রস্তাবিত এই পাইপলাইনটি কানাডার এ্যালবার্টা থেকে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কাতে জ্বালানি তেল সরবরাহে ব্যবহার করার কথা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্প চালু হলে প্রায় চার হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে।

তবে এই পাইপলাইন স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে বলে পরিবেশবিদরা হুঁশিয়ার করেছেন।

এদিকে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জেব বুশ কিস্টোন নিয়ে হিলারির অবস্থানের বিষয়ে খুদে ব্লগিং সাইট টুইটারে টুইট করেছেন। হিলারি মার্কিনীদের চাকরির চেয়ে উগ্র পরিবেশবিদদের বেশি গুরুত্ব দিচ্ছে বলে জেব টুইটারে লিখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে কিস্টোনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে এই ইস্যুতে হিলারির অবস্থান নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.